মিলন হবে কত দিনে(Milon Hobe Koto Dine) Lyrics by Fakir Lalon Shah | Moner Manush Movie Song
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।(x2)
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
Comments
Post a Comment