আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে Lyrics Aji Jhoro Joro badolo dine




হুমায়ূন আহমেদ এর ছবির ফলাফল
হুমায়ূন আহমেদ এর ছবির ফলাফল
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে 
জানি নে, জানি নে,,,

কিছুতেই কেন যে মন লাগে না 
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে 
মন চায় মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।। 
মেঘমল্লারে সারা দিনমান,,
বাজে ঝরনার গান । 
মন হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মন চায় 
মন চায় … 
হৃদয় জড়াতে কারো চির -
ঋণে আজি ঝর ঝর মুখর বাদর দিনে . . . 
জানি নে জানি নে
কিছুতে কেন যে মন লাগে না

Comments